অফিস পরিচিতিঃ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালযে়র অধীন উপজেলা পর্যাযে়র একটি অফিস। এই অফিসে ভিজিডি, মাতৃত্বভাতা, ক্ষুদ্র ঋণ, দুঃস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ, জয়িতা অনেশ্বনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম, মহিলা সংগঠন রেজিষ্ট্রেশন, সংগঠনের মাঝে বামকপ হতে প্রাপ্ত অনুদান প্রদান, জেন্ডার সমতামূলক কার্যক্রম এবং খাদ্য ও আইনী সহায়তা প্রদান করা হয়। মহেশখালী উপেজলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়টি জেলা পরিষদ ককসবাজার এর পুরাতন ডাক বাঙলায় অবস্থিত। ইহা ককসবাজার জেলা পরিষদের সাথে মহিলা বিষয়েক অধিদপ্তরে চুক্তির মাধ্যেম ভাড়ার বিনিময়ে অফিসর সরকারী কার্যক্রম পরিচালিত হয়ে আসছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস